ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মায়াবতী সরকারকে হাতি বললেন রাহুল?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, নভেম্বর ২৬, ২০১১
মায়াবতী সরকারকে হাতি বললেন রাহুল?

নয়াদিল্লি: কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ ধারণ করেছে। সেই দ্বন্দ্বে আবারও মাত্রা যোগ করলেন স্বয়ং রাহুল।



গত শুক্রবার রাহুল বলেছেন, ‘দারিদ্র পীড়িত উত্তরপ্রদেশের উন্নয়নের জন্য কেন্দ্র থেকে যে অর্থ দেওয়া তার সব খেয়ে ফেলছে লক্ষ্ণৌয়ের এক হাতি। ’

উত্তরপ্রদেশে ক্ষমতাসীন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রতীক হাতি। সুতরাং তীর যে মায়াবতীর সরকারের দিকেই রাহুল ছুড়েছেন তাতে সন্দেহ নেই।

সেই সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, আগামী নির্বাচনে উত্তরপ্রদেশ এই হাতিকে প্রত্যাখ্যান করবে।

মায়াবতীর সমালোচনায় তিনি বলেন, দেশে তহবিলের কোনও ঘাটতি নেই আর উত্তর প্রদেশ তার প্রয়োজনীয় অর্থ সহায়তা চাইলেই পেতে পারে।

তিনি বলেন, ‘এখানে সমস্যাটা হলো আপনাদের পর্যন্ত অর্থ এসে পৌঁছে না। লক্ষ্ণৌতে একটি হাতি বসে আছে। এই হাতিই সব টাকা খেয়ে ফেলছে। ’

এর আগে উত্তর প্রদেশ সরকারের সমালোচনা করার কারণে মায়াবতী রাহুলের উদ্দেশে বলেছিলেন, ‘কংগ্রেস রাজপুত্র দিল্লির দিকে মনোযোগী হলে ভাল হয়। ’

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।