ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জেনেভা সম্মেলনে যাচ্ছেন ২ বাঙালি ইমিগ্র্যান্ট

এডিশনাল আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, নভেম্বর ২৬, ২০১১
জেনেভা সম্মেলনে যাচ্ছেন ২ বাঙালি ইমিগ্র্যান্ট

ঢাকা: যুক্তরাষ্ট্রে মুসলিম ইমিগ্র্যান্টদের কী ধরণের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে- তা অবহিত করতে দুই সদস্যের বাঙালি প্রতিনিধিদল যাচ্ছেন জেনেভায়।  

২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জেনেভায় ৪ দিনব্যাপী ‘ষষ্ঠ বার্ষিক গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট’ এবং ‘পিপ্লস গ্লোবাল অ্যাকশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন হবে।



২০ সদস্যের প্রতিনিধি দলের এ দুজনই হলেন  বাঙালি এবং তারা  নিউইয়র্ক অঞ্চলের দক্ষিণ এশীয় ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘দেশিজ রাইজিং আপ অ্যান্ড মুভিং’ তথা ‘ড্রাম’র নির্বাহী পরিচালক ভারতীয় বাঙালি মোনামি মল্লিক এবং যুব সম্প্রদায়ের অধিকার নিয়ে কর্মরতদের নেত্রী বাংলাদেশি আয়েশা মাহমুদ। তারা উভয়েই ২৫ নভেম্বর নিউইয়র্ক ত্যাগ করেছেন।

উল্লেখ্য, জেনেভা সম্মেলনে শতাধীক রাষ্ট্র থেকে ৫ শতাধীক সংগঠক অংশ নেবেন। বিভিন্ন দেশের মন্ত্রী এবং এনজিও নেতৃবৃন্দও থাকবেন আলোচনায়। জেনেভা সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের প্রাক্কালে মোনামি মল্লিক এনাকে বলেন, ইমিগ্র্যান্টদের মানবাধিকার লংঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সীমা ছাড়িয়ে গেছে। এ ব্যাপারটি বিশ্ব সম্প্রদায়কে অবহিত করতেই আমরা যাচ্ছি জেনেভায়।

শুধু তাই নয়, ইমিগ্রেশন বিরোধী যাবতীয় রীতিনীতিও যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন দেশে পাচার করা হচ্ছে। ৯/১১ এর সন্ত্রাসী হামলার পর জাতীয় নিরাপত্তার অজুহাতে ইমিগ্র্যান্ট বিরোধী অমানবিক পদক্ষেপ অবলম্বন করা হয়েছে।  

এ সম্মেলনে বাংলাদেশ থেকেও ইমিগ্রেশন সম্পর্কিত কর্মকর্তারা অংশ নেবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।