সানা: ইয়েমেনে বিমান হামলায় ৮০ জন সরকার বিরোধী উপজাতি নিহত হয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তা শনিবার এ কথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, উপজাতিরা রাজধানী সানার উত্তরে আরহাব এলকায় সেনা শিবিরে অনুপ্রবেশ করলে যুদ্ধ বিমান এবং কামান দিয়ে তাদের হামলা করা হয়। সশস্ত্র উপজাতিদের বিরুদ্ধে এই অভিযান চলে টানা ৪৮ ঘণ্টা।
তবে নিহতের সঠিক সংখ্যা কোনও নিরপেক্ষ সূত্রে নিশ্চিত করা যায়নি।
ওই সেনা ক্যাম্প থেকে পালিয়ে আসা ইয়েমেনের ৬৩ ব্রিগেডের এক সেনা সদস্য জানান, উপজাতিরা কয়েক দিন আগে শিবিরে ঢুকে পড়ে। কমপক্ষে ২০ জন সেনাকে তারা হত্যা করেছে।
এর আগে গত শুক্রবার ক্ষমতা হস্তান্তর চুক্তিতে সই করেছেন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ। গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দিলেও গতকালই নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে দুই জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১