ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মরক্কোর সাধারণ নির্বাচনে ইসলামপন্থী দলের বিজয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, নভেম্বর ২৬, ২০১১
মরক্কোর সাধারণ নির্বাচনে ইসলামপন্থী দলের বিজয়

রাবাত: মরক্কোর সাধারণ নির্বাচনে প্রগতিশীল ইসলামিক জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) বিজয়ী হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।



স্বরাষ্ট্রমন্ত্রী তাইব সেকাউ একটি সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক ফলাফলে জানা গেছে, পার্লামেন্টে ৩৯৫ আসনের মধ্যে ৮০টি আসনে জয়লাভ করেছে পিজেডি।

সে হিসেবে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সরকারে নেতৃত্ব দেওয়ার পথে তাদের কোনো বাধা নেই।

ফলাফলের প্রতিক্রিয়ায় পিজেডির নেতা আবদেলিলাহ বেনকিরান বলেন, ‘মরক্কোবাসীদের যারা পিজেডিকে ভোট দিয়েছে তাদের ধন্যবাদ এবং এতে আমরা সন্তুষ্ট। ’

এর আগে বেনকিরান বলেছিলেন, তার দল ৯০ থেকে ১০০ আসন পাবে।

নতুন সংবিধান প্রণয়নের পর দেশটির প্রথম সংসদ নির্বাচন এটি।

আরব গণজাগরণের মুখে দেশটির শাসক বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ দেশের পুরনো সংবিধান সংশোধন করে ব্যাপক রাজনৈতিক সংস্কারযুক্ত সংবিধান প্রণয়ন করেছেন।

এর আগে শনিবার সকালের দিকে বিরোধী দল পিজেডি শনিবার দাবি করেছিল, তাদের প্রার্থীরা অধিকাংশ আসনে জয়লাভ করেছে।

তবে কর্তৃপক্ষ তাদের দাবির ব্যাপারে  তখন নিশ্চিত করে কিছু বলেনি।

এবার নির্বাচনে তালিকাভূক্ত ভোটারদের ৪৫ শতাংশ ভোট দিয়েছেন বলে গত শুক্রবার জানিয়েছেন মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী তাইব সেরকাউ।
 
নির্বাচন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এর আগে  অনুষ্ঠিত ২০০৭ সালের সংসদ নির্বাচনে দেশটির মোট ভোটারের মাত্র ৩৭ শতাংশ ভোট দেয়। সে তুলনায় এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৩৯৫টি আসনে মোট ৩১টি দল অংশ নেয়। নিম্নকক্ষের আসন নতুন সংবিধান অনুযায়ী গতবারের চেয়ে ৭০টি বাড়ানো হয়েছে।

সংসদের মোট আসনের মধ্যে ৬০টি আসন নারী এবং ৩০টি আসন তরুণ প্রজন্মের প্রতিনিধিদের জন্য সংরক্ষিত।

দেশটিতে ভোটের ব্যাপারে জনমত জরিপ অনুমোদিত না হলেও পর্যবেক্ষকরা আগেই ধরে ধারণা করেছিলেন, পিজেডি পার্টিই পার্লামেন্টের অধিকাংশ আসনে জয়লাভ করবে।  

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।