ঢাকা: ইরাকে পৃথক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ২০জন।
শনিবার বাগদাদ নগরীর কাছাকাছি এ সিরিজবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, সেন্ট্রাল বাগদাদের বাব আল সারকি জেলায় পৃথক ৩টি স্থানে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে মারা গেছেন ৮জন। এছাড়া বাগদাদ ও ফালুজা নগরীর মাঝের একটি রাস্তায় নিমার্ণ শ্রমিকদের বহন করা ট্রাকে দু’টি বোমার বিস্ফোরণ হয়েছে। এতে মারা গেছে আরও ৭জন।
ফালুজা হাসপাতালের চিকিৎসক ওমর ডেলি বার্তা সংস্থা এএফপিকে তাদের হাসপাতাল ৭জনের লাশ ও আরও ৭জনকে আহত অবস্থায় পেয়েছেন বলে জানিয়েছেন। পরে আহত আরও ২জন মারা যায়।
বাংলাদেশ সময়: ০৫৫৩ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১