ইসলামাবাদ: গত শনিবার পাকিস্তান-আফগান সীমান্তে ন্যাটো হামলায় ২৮ জন পাকিস্তানি সৈন্য মারা যায়। ন্যাটোর হেলিকপ্টার থেকে গুলি করে ওই সৈন্যদের হত্যা করা হয়েছে বলে পাকিস্তান কর্তৃপক্ষ জানায়।
এই হামলার প্রেক্ষিতে পাকিস্তান ন্যাটোসহ যুক্তরাষ্ট্রকে পাকিস্তানে তাদের বিমান ঘাঁটি ছেড়ে চলে যেতে বলেছে। এছাড়াও ন্যাটোর সকল প্রকার রসদ বন্ধ করে দিয়েছে পাকিস্তান।
ন্যাটোর হামলায় ক্ষুব্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, ‘কেউ আমাদের দেশ আক্রমণ করে যাবে, তা আমরা বরদাস্ত করতে পারি না। ’
হামলার কয়েক ঘণ্টা পরেই পাকিস্তানি কর্তৃপক্ষ এই সতর্কতা বার্তা জানায়। যুক্তরাষ্ট্রকে আগামী ১৫ দিনের মধ্যে শামসি বিমান ঘাটি ছেড়ে দিতে বলা হয়েছে।
গিলানি আরও বলেন, ‘পাকিস্তান এম্নিতেই অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আজ আমাদের সৈন্যদের ওপর হামলা চালানো হয়েছে। এই হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার ওপর হামলা। আমি বিরোধী দলীয় নেতা চৌধুরী নিসারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। এমনকি ইমরান খানসহ অন্যান্য নেতাদের সঙ্গেও আলোচনা করেছি। আমাদের দেশ রক্ষায় আমরা এখন সকলেই একত্রিত। কেউ আমাদের দেশ আক্রমন করে চলে যাবে, আমরা তা বরদাস্ত করতে পারি না। ’
গতকাল ন্যাটোর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল কার্স্টেন জ্যাকবসন বলেন, ‘দ্য ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স(আইএসএএফ) পুরো ঘটনা সম্পর্কে তদন্ত করছে। কেন আর কিভাবেই বা এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে। ’
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১