ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপে একমত আরব লিগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, নভেম্বর ২৭, ২০১১
সিরিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপে একমত আরব লিগ

কায়রো: সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের বিষয়ে একমত হয়েছে আরব লিগ।

গত শনিবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে তারা অবরোধের বিষয় নিয়ে একটি খসড়া তালিকা প্রস্তুত করেছে বলে জানা গেছে।



অবরোধ প্রস্তাবের মধ্যে রয়েছে, সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ, বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা।

রোববার এই খসড়া প্রস্তাবের ওপর আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ভোট দেবেন।

এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেম আরব লিগের এই পদক্ষেপকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে অবাঞ্ছিত হস্তক্ষেপ বলে বর্ণনা করেছেন।

২২ সদস্য বিশিষ্ট ওই সংগঠনের প্রতি একটি চিঠি দিয়ে তিনি বলেছেন, সিরিয়াতে চলমান অস্থিরতাকে আরব লিগ আন্তর্জাতিকীকরণ করতে চাচ্ছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে গত মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভ- সহিংসতায় সাড়ে ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলে জাতিসংঘের দাবি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।