তেহরান: ব্রিটিশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগে ইরানের ওপর অধিকতর অবরোধ আরোপের প্রতিক্রিয়াই ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
রোববার ইরানের রাষ্ট্রীয় রেডিওতে জানানো হয়, তেহরানে ব্রিটেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের জুনিয়র লেভেলে কূটনৈতিক সম্পর্ক দুই সপ্তাহের মধ্যে কমিয়ে আনা এবং অর্থনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার ব্যাপারে পার্লামেন্ট একমত হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৭৯টি। যেখানে মোট আসন ২৯০টি।
এ ব্যাপারে পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি বলেছেন, ‘এ ধরনের বিল আনা কেবল শুরু হলো। ’
এই বিল এখন ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক গার্ডিয়ান কাউন্সিলে যাবে। সেখানে অনুমোদন পেলেই কেবল তা কার্যকর হবে।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এই সিদ্ধান্তকে দু:খজনকে বলে বর্ণনা করেছে। তারা বলেছে, ‘ইরান সরকার এই সিদ্ধান্ত কার্যকর করলে আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এর কড়া প্রতিক্রিয়া জানানো হবে। ’
চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ব্রিটেনও ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বেসামরিক কাজে ব্যবহারের জন্য পরমাণু জ্বালানি উৎপাদন কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে- সম্প্রতি জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এমন প্রতিবেদন দিয়েছে।
পশ্চিমের ভাষায় ইরানকে এ ধরনের বিপজ্জনক কর্মসূচি থেকে বিরত রাখার উদ্দেশ্যে তারা দেশটির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১