কুয়ালালামপুর: মালয়েশিয়ায় নারী যাত্রীদের জন্য আলাদা ট্যাক্সি সার্ভিস চালু করা হয়েছে। নারীদের জন্য আলাদা ট্রেন-কোচ এবং বাস সার্ভিস চালুর ধারাবাহিকতায় এই সার্ভিস চালু করা হল।
রোববার স্থানীয় গণমাধ্যমে জাননো হয়েছে, পুরুষ ট্যাক্সি ড্রাইভারদের দ্বারা নারী যাত্রীদের ধর্ষণ ও যৌন হয়রানি প্রতিরোধ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সার্ভিসের আওতায় প্রাথমিকভাবে ৫০ জন নারী ট্যাক্সি ড্রাইভার রাজধানী কুয়ালালামপুর শহরে অন-কল ভিত্তিতে কাজ করবে। সরকারের আশা, অচিরেই এই ধরনের ট্যাক্সির পরিমাণ বেড়ে ৪০০ টিতে দাঁড়াবে।
মালয়েশিয়ার মহিলা ও পরিবার বিষয়ক উপমন্ত্রী হেং সেই কি বলেন, এই ট্যাক্সিগুলো নারীদের যাতায়াত নিরাপদ করতে সহায়তা করবে। এছাড়া এই সার্ভিসের মাধ্যমে ট্যাক্সি ড্রাইভার হিসেবে নারীদের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে।
ট্যাক্সি সার্ভিসটি উদ্বোধন করার সময় তিনি বলেন, ‘সার্ভিস ড্রাইভারদের দ্বারা সংঘটিত ধর্ষণ এবং নারী যাত্রীদের সঙ্গে সংঘটিত অন্যান্য অপরাধ কমাতে ভূমিকা রাখবে। ’
গত বছর মালয়েশিয়ার সরকার নিয়ন্ত্রিত বাস কোম্পানি কুয়ালালামপুরের বেশ ক’টি রুটে শুধু নারীদের জন্য বাস সার্ভিস চালু করে । নারী যাত্রীদের ওপর দিনের ব্যস্ততম সময়গুলোতে সংঘটিত যৌন হয়রানি প্রতিরোধের জন্য এই সার্ভিস চালু করা হয়।
এর আগে দেশটিতে নারী যাত্রীদের জন্য ট্রেনে গোলাপী রংয়ের আলাদা বগির ব্যবস্থা করা হয়। মুসলিম প্রধান দেশটিতে নারীদের পুরুষ যাত্রীদের থেকে আলাদাভাবে ভ্রমণের সুবিধা দেওয়ার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১