ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাক সেনাদের ওপর ন্যাটো হামলা ‘মর্মান্তিক’ ও ‘অনভিপ্রেত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, নভেম্বর ২৭, ২০১১
পাক সেনাদের ওপর ন্যাটো হামলা ‘মর্মান্তিক’ ও ‘অনভিপ্রেত’

ইসলামাবাদ: পাকিস্তানের একটি তল্লাশি চৌকিতে ন্যাটোর হেলিকপ্টার হামলার ঘটনাকে ‘মর্মান্তিক’ এবং ‘অনভিপ্রেত’ বলে বর্ণনা করেছেন ন্যাটোর প্রধান অ্যান্ডারস ফগ রাসমুসেন।

ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দিয়ে দু:খ প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে তিনি চিঠিও লিখেছেন বলে জানা গেছে।



এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার ন্যাটোর হেলিকপ্টার হামলায় পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনাকে অগ্রহণযোগ্য বলে প্রতিবাদ জানিয়েছেন ।

তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার বলেছেন, এর ফলে দুই দেশের সর্ম্পক উন্নয়নের প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, ‘এই হামলার ঘটনায় প্রমাণ হয়, ন্যাটোর কাছে পাকিস্তানিদের জীবনের মূল্য নেই। এই ঘটনায় পাকিস্তানজুড়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রোধের সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন এই ঘটনায় সমবেদনা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এই ঘটনার তদন্তের জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করবে।

পাকিস্তান ন্যাটোর এই আচরণের জবাবে ইতোমধ্যেই তাদের দেশের ভেতর দিয়ে আফগানিস্তান মুখে ন্যাটোর রসদ সরবরাহ পথ বন্ধ করে দিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত পাকিস্তানের একটি বিমান ঘাঁটি ছেড়ে দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার পাকিস্তানের আফগান সীমান্ত সংলগ্ন একটি তল্লাশি চৌকিতে ন্যাটোর হেলিকপ্টার হামলায় ২৮ জন পাক সেনা নিহত হয়। আহত হয় আরও ১৩ জন। ওই চৌকিতে ৪০ জন সেনা মোতায়েন ছিলো বলে পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।