ঘোটকি: পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এবার সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় তেহরিকের একটি র্যালিতে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি।
র্যালিতে তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক বিকল্প চিন্তা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তেহরিকে যোগ দিতে মনস্থির করেছেন তিনি।
এর আগে র্যালির শুরুর দিকে কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান ইমরান খান।
১৯৫৬ সালের ২২ জুন পাকিস্তানের মুরিতে জন্ম নেওয়া মেহমুদ কোরেশির বর্তমান বয়স ৫৫ বছর। ১৯৮৮ সালে নেওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লিগে যোগ দেওয়ার মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি।
১৯৯০ সালে যোগ দেন বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি পিপিপিতে। তিনি পাঞ্জাব পিপিপির প্রেসিডেন্ট ছিলেন।
গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সরকার মন্ত্রিপরিষদের আকার ছোট করার সিদ্ধান্ত নেয়। এ সময় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়েরর পরিবর্তে পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে বলা হলে তিনি রাজি হননি।
এরপরই হিনা রাব্বানি খারকে নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কোরেশি একজন কৃষিবিজ্ঞানী।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১