ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরের পার্লামেন্ট নির্বাচন সোমবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, নভেম্বর ২৮, ২০১১
মিশরের পার্লামেন্ট নির্বাচন সোমবার

কায়রো: মিশরের পার্লামেন্ট নির্বাচন সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে তিন দশক ধরে ক্ষমতায় থাকা হোসনি মোবারক সরকারের পতনের পর মিশরে প্রথমবারের মতো এ নির্বাচন হচ্ছে।



ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির ক্ষমতায় থাকা অন্তর্বর্র্তীকালীন সামরিক কাউন্সিলের সেনাপ্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাবি।

নির্বাচনকে উদ্দেশ্য করে তিনি বলেন, পার্লামেন্ট নির্বাচনে কাউকেই অপ্রীতিকর কোনও ঘটনা ঘটাতে দেওয়া হবে না।

এদিকে নির্বাচনের আগে পদত্যাগ করার জন্য রোববারও তাহরির স্কয়ারে সমবেত হয় হাজার হাজার বিক্ষোভকারী। এ সময় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তানতাবি বলেন, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ীই হবে। নির্বাচনী বুথগুলোতে নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী।

এ নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ আল বারাদি ও আমর মুসা। ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির প্রধানমন্ত্রী পদে মনোনয়নকে সমর্থন জানানোর জন্য এ দু’জনের কাছে আহ্বান জানিয়েছেন।  

তবে নির্বাচনের আগে খুব অল্প সময় পাওয়ায় প্রার্থীরা তাদের প্রচারণা কাজ তেমন চালাতে পারেননি বলে জানিয়েছেন তাদের অনেক সমর্থক। অনেকের আবার সন্দেহ করছেন ভোটাররা নির্বাচনে ভোট দিতে যাবে কি না।

বিক্ষোভকারীদের আশঙ্কা, তানতাবির নেতৃত্বাধীন সর্বোচ্চ সেনা পরিষদ এ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আঁকড়ে থাকারই চেষ্টা চালাচ্ছে।

এদিকে এ নির্বাচনকে কেন্দ্র করে গত ১০ দিনে শুধুমাত্র কায়রোতেই নিহত হয়েছেন ৪১ জন এবং আহত হয়েছেন দু’হাজারেরও বেশি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।