কায়রো: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হোসনি মোবারকের পতনের পর প্রথম বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মিসরে।
সোমবার ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানী কায়রোয় ভোট দানে উৎসুক জনগণকে ভিড় করতে দেখা যায়।
কিন্তু এই কাঙ্খিত ভোট যারা চাইছিল সেই বিক্ষোভকারীরা এখনও তাহরির স্কয়ার দখল করে আছেন। কারণ তাদের আশঙ্কা ভোটকে কেন্দ্র করে সেনাবাহিনী নতুন করে ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে।
এদিকে দেশটির সেনাবাহিনীর সর্বোচ্চ কাউন্সিল জানায়, হোসনি মোবারকের পতনের পর থেকে দেশ গুরুত্বপূর্ণ পট পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে।
তবে সেনাবাহিনীর ফিল্ড মার্শাল হুসেইন তানতাবি প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ এল বারাদি এবং আমর মুসাকে প্রধানমন্ত্রী পদের জন্য কামাল গানজুরিকে সমর্থন দেওয়ার জন্য বলেন।
বিক্ষোভকারী সামিরা হোসনি জানান, ‘আমাদের মনোনিত প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বা নেওয়া যেকোনো প্রস্তাবই আমরা প্রত্যাখ্যান করছি। মিসরের রাজনীতির সিদ্ধান্ত আমরাই নেব। ’
এই নির্বাচনকে কেন্দ্র করে গত ১০ দিনে শুধুমাত্র কায়রোতেই ৪১জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আর এতে আহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১