ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে জেলগেটের সামনে আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, নভেম্বর ২৮, ২০১১
ইরাকে জেলগেটের সামনে আত্মঘাতী বোমা হামলা

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদের একটি জেলের গেটের সামনে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ১১ জন নিহত এবং পনেরো জন আহত হয়েছেন।

ইরাকি কর্তৃপক্ষ এ হতাহতের সত্যতা নিশ্চিত করেছে।
 
রাজধানী থেকে ২৫ কিলোমিটার দুরের তাজি শহরে সোমবার সকালে এ হামলা চাল‍ানো হয়।
 
জেল থেকে কয়েদিদের পালিয়ে যেতে সুবিধা করার জন্যই এই হামলা চালানো হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যায়নি।
 
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল আটটার দিকে বোমা হামলাকারী হুট জেল গেটের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণ ঘটায়। জেলরক্ষীরা যখন দায়িত্ব পরিবর্তন করছিলেন তখনই এই ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।