ওসাকা: জাপানের শহর ওসাকার মেয়ার হিসেবে নির্বাচিত হলেন একজন গুন্ডার সন্তান তরু হাশিমোতো। আগের মেয়র কুনিয়ো হিরামাৎসুর জায়গায় স্থলাভিষিক্ত হলেন তিনি।
২০০৮ সাল থেকেই ৪২ বছর বয়সী হাশিমোতো বৃহত্তর ওসাকার গভর্নর পদে নিযুক্ত ছিলেন। সম্প্রতি তিনি মেয়র পদে দাড়ানোর জন্য গভর্নর পদ থেকে পদত্যাগ করেন।
হাশিমোতো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আশা করি রোববারের ভোটের ফলাফলে প্রশাসনের সবাই বুঝে গেছে যে এই প্রশাসনের কার্যক্রমের ওপর কেউ সন্তুষ্ট নয়। ’
তবে কেউ কেউ বলছেন, হাশিমোতো জিতেছেন কিন্তু তিনি যাদের সমালোচনা করছেন তাদের ছাড়া কিছুই পরিবর্তন করা সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১