ত্রিপোলি: গত সেপ্টেম্বরে হত্যা করা হয় লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। কিন্তু গাদ্দাফির মৃত্যু নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে সবার মনে।
গাদ্দাফিকে জীবিত গ্রেপ্তার করার পরেও কিভাবে তিনি নিহত হলেন এবং একজন আত্মসমর্পনকারীকে কেন হত্যা করা হলো এ প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।
গাদ্দাফিকে গ্রেপ্তার করা হয় তারই জন্মশহর সিরর্তে থেকে। গাদ্দাফিকে সুরঙ্গ থেকে টেনে হিচড়ে বের করা হয় তখন। তাকে সুরঙ্গ থেকে বের করার কাজে নিয়োজিত একজন এনটিসি সদস্যের নাম মোহাম্মদ সাহেবা।
সাহেবা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘গাদ্দাফিকে ধরা এবং তার মৃত্যুর মাঝে আমার সঙ্গে তার কথা হয়। তিনি এসময় নিজের ব্যাপারে হতাশ হয়ে পড়েছিলেন এবং তাকে খুব ভীত দেখাচ্ছিল। ’
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১