ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘গাদ্দাফির মৃত্যুর আগে তার সঙ্গে আমার কথা হয়েছিল’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, নভেম্বর ২৮, ২০১১
‘গাদ্দাফির মৃত্যুর আগে তার সঙ্গে আমার কথা হয়েছিল’

ত্রিপোলি: গত সেপ্টেম্বরে হত্যা করা হয় লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। কিন্তু গাদ্দাফির মৃত্যু নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে সবার মনে।


 
গাদ্দাফিকে জীবিত গ্রেপ্তার করার পরেও কিভাবে তিনি নিহত হলেন এবং একজন আত্মসমর্পনকারীকে কেন হত্যা করা হলো এ প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।
 
গাদ্দাফিকে গ্রেপ্তার করা হয় তারই জন্মশহর সিরর্তে থেকে। গাদ্দাফিকে সুরঙ্গ থেকে টেনে হিচড়ে বের করা হয় তখন। তাকে সুরঙ্গ থেকে বের করার কাজে নিয়োজিত একজন এনটিসি সদস্যের নাম মোহাম্মদ সাহেবা।

সাহেবা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘গাদ্দাফিকে ধরা এবং তার মৃত্যুর মাঝে আমার সঙ্গে তার কথা হয়। তিনি এসময় নিজের ব্যাপারে হতাশ হয়ে পড়েছিলেন এবং তাকে খুব ভীত দেখাচ্ছিল। ’

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।