ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ন্যাটোর দু:খ প্রকাশ, প্রত্যাখ্যান পাকিস্তান সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, নভেম্বর ২৮, ২০১১
ন্যাটোর দু:খ প্রকাশ, প্রত্যাখ্যান পাকিস্তান সেনাবাহিনীর

ইসলামাবাদ: পাকিস্তানের সেনা সদস্য হত্যায় ন্যাটোর দু:খ প্রকাশকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানি সেনাবাহিনী। রোববার ন্যাটো প্রধান ওই ঘটনায় গভীর দু:খ প্রকাশ করে।


 
ওই দুঃখ প্রকাশের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস বলেন, ‘আমাদের সৈনিকদের হত্যা করে শুধু তারা দু:খ প্রকাশ করেছে। এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ন্যাটোকে এর জন্য গুরুতর ফলাফল ভোগ করতে হবে। ’
 
এদিকে গতকাল ন্যাটোর সেক্রেটারি জেনারেল অ্যান্ডার্স রাসমুসেন বলেন, ‘মর্মান্তিক তবে অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আমি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বরাবর চিঠি পাঠিয়েছি। আমি আমার লেখায় পরিষ্কার করার চেষ্টা করেছি যে, পাকিস্তানি সেনা সদস্যদের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ’

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান তাদের শামসি বিমানঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে চলে যেতে বলেছে। ধারণা করা হয়, ওই ঘাঁটি থেকেই সিআইএ ড্রোন বিমান পরিচালনা করে থাকে।

আব্বাস আরও বলেন, ‘আমরা মনে করি শুধুমাত্র দুঃখ প্রকাশই যথেষ্ট নয়। আমরা এটা মেনে নিতে পারি না। এরকম হামলা এর আগেও করা হয়েছে কয়েকবার। ’

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।