ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মানুষের পেটে ৪২১ টি ধাতব মুদ্রা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, নভেম্বর ২৮, ২০১১
মানুষের পেটে ৪২১ টি ধাতব মুদ্রা!

রায়পুর: ভারতের ছত্তিশগড়ে একজন মানুষের পেট থেকে পাওয়া গেছে ৪২১ টি ধাতব মুদ্রাসহ বিভ্ন্নি ধাতব সামগ্রী।

ছত্তিশগড়ের কোরবা শহরের ডাক্তাররা দুইঘণ্টা ব্যাপী অপারেশন করে এই সামগ্রী উদ্ধার করে রোগি খালেশ্বর সিংয়ের পেট থেকে।



আর এ ঘটনায় অপারেশনকারী ডাক্তাররা এখনও অবাক হয়ে ভাবছেন, কিভাবে তিনি মাসের পর মাস ছয় কেজি ওজনের লৌহজ সামগ্রী পাকস্থলীতে নিয়ে ছিলেন।

২৬ বছর বয়সী খালেশ্বর সিংকে শনিবার সৃষ্টি ইনিস্টিটিউট অব মেডিক্যাল রিসার্চ হাসপাতালে নিয়ে আসা হয়। তীব্র পেট ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর সনোগ্রাফি করলে তার পেটে এই ধাতব পদার্থের সন্ধান পান ডাক্তাররা।
 
ডাক্তার যাদভ বলেন, ‘তার পেটে ৪২১টি কয়েন পেয়ে তো আমি অবাক। এছাড়াও কয়েক ডজন স্ক্রু, লোহার আংটাসহ বিভ্ন্নি ‍সামগ্রী পাওয়া গেছে তার পাকস্থালীতে। সৌভাগ্যবশত রোগি বেঁচে গেছেন এবং তার অবস্থা এখন স্বাভাবিক। ’

যাদভ আরও জানায়, বিগত তিনমাস ধরেই খালেশ্বরের পেটে ব্যাথ্যা হচ্ছিল। এসময় তিনি গ্রামের বেশকিছু ডাক্তারের সঙ্গে পরামর্শও করেছিলেন। কিন্তু ডাক্তাররা তার সমস্যা ধরতে পারেনি। ’

খালেশ্বরের পরিবার সূত্রে জানা যায়, হাতের কাছে যা কিছু পেলেই তা খাবার অভ্যেস ছিল খালেশ্বরের।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।