ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তিউনিশিয়ায় নতুন সংসদের পথ চলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, নভেম্বর ২৮, ২০১১
তিউনিশিয়ায় নতুন সংসদের পথ চলা শুরু

তিউনিস: দীর্ঘ কয়েক মাসের রাজনৈতিক অস্থিতিশীলতার পর উদ্বোধনী কর্যক্রমের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে তিউনিশিয়ার নতুন সংসদ।

১৮৬১ সালে আরবদের প্রথম সংবিধান যে স্থানে সাক্ষরিত হয়েছিল সেই বারদো প্যালেসেই এ সংসদের কার্যক্রম উদ্বোধন করা হলো।



প্রথম সংবিধান সাক্ষরিত হওয়ার দেড় শ’ বছর পর এতোদিনে তিউনিশিয়া তাদের প্রতিনিধিত্বকারী একটি স্বাধীন ও নির্বাচিত সংসদ পেল।

সংসদের সামনে এখন প্রথম কাজ হচ্ছে একটি লিখিত সংবিধান প্রনয়ণ করা যা সে দেশের জনগণের আদর্শ এবং স্বপ্নকে প্রতিফলিত করবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।