দামেস্ক: অব্যাহত বিক্ষোভ দমনে সরকার বিরোধীদের ওপর চড়াও হওয়া সিরিয়ার নিরাপত্তা বাহিনী মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
জাতিসংঘের একটি স্বাধীন প্যানেলের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনী শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যা, নির্যাতন এবং এমনকি যৌন হয়রানি করেছে।
তবে সিরিয়ার বাশার আল আসাদ সরকার বরাবর বলে আসছে, সহিংসতার ঘটনা ঘটাচ্ছে কিছু সশস্ত্র গ্যাং।
গত মার্চ থেকে দেশটিতে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ-সহিংসতায় এ যাবত সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে জাতিসংঘের হিসাবে জানা যায়।
গত রোববার সিরিয়ার বিরুদ্ধে আরব লিগের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর দিনই জাতিসংঘ এমন একটি প্রতিবেদন দিল।
আরব লিগের নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেম বলেছেন, এটা হলো দামেস্কের বিরুদ্ধে এক প্রকার অর্থনৈতিক যুদ্ধ আরোপের শামিল। সিরিয়া ইতোমধ্যে আরব দেশগুলো থেকে তাদের ৯৫ শতাংশ সম্পদ প্রত্যাহার করেছে বলে জানান তিনি।
জাতিসংঘের তিন সদস্য বিশিষ্ট একটি কমিশন সোমবার জেনেভাতে ৩৯ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি একটি সংবাদ সম্মেলনে তুলে ধরেন।
প্রতিবেদনে সিরিয়ার অব্যাহতভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে মধ্য নভেম্বর পর্যন্ত সিরিয়াতে মানবাধিকার লংঘনের তদন্ত করেছে এই কমিশন। এ কাজে তারা ২২৩ জন ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী এবং বিদ্রোহী সেনা সদস্য ও কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়েছেন।
অবশ্য তদন্তকারীদের সশরীরের সিরিয়াতে ঢুকতে দেওয়া হয়নি বলে কমিশন জানিয়েছে।
বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১