ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হংকংয়ের বাজারে অগ্নিকাণ্ড: ৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, নভেম্বর ৩০, ২০১১
হংকংয়ের বাজারে অগ্নিকাণ্ড: ৯ জনের প্রাণহানি

হংকং: চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের একটি বাজারে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ জনের প্রাণহানি  ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সকালের দিকে একটি জনপ্রিয় পর্যটন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



হংকং সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শহরের মং কক জেলায় লেডিজ মার্কেটের নিকটে একটি ভাসমান দোকানের বাইরে প্রথম আগুন লাগে। পড়ে তা আশপাশে ছড়িয়ে পড়ে।

অগ্নিদগ্ধ অবস্থায় ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দমকল বাহিনী কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে।

গত বছর একই স্থানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকার পুড়ে ছাই হয়ে যায়। আহত হয় ৬ জন মানুষ।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।