শিকাগো: সাবেক সোভিয়েত ইউনিয়নের একনায়ক শাসক জোসেফ স্টালিনের এক মাত্র মেয়ে সভেতলানা অ্যালুলায়েভা ওরফে ‘লানা পিটার’ ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি সেবা নিবাস কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি গত ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে মৃতবরণ করেন বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
তার আসল নাম সভেতলানা অ্যালুলায়েভা হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রে গমন করে ছদ্মনাম লানা পিটার ধারণ করেন।
তিনি ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ত্যাগ করেন।
তার লেখা মোট চারটি বই প্রকাশিত হয়। এর মধ্যে দুটি আত্মজীবনী মূলক বই তৎকালীন সময়ের ‘বেষ্ট সেলিং’ বলে খ্যাতি লাভ করে। তার প্রথম আত্মজীবনী মূলক বই ‘টুয়েন্টি লেটারস টু এ ফ্রেন্ড’ ১৯৬৭ সালে প্রকাশিত হয় এবং আড়াই মিলিয়ন ডলার আয় করে ‘বেষ্ট সেলিং’ বইয়ের মর্যাদা লাভ করে।
লানা পিটার ১৯৬৬ সালে তার পরলোকগত স্বামী ব্রিজেশ সিং এর দেহ ভষ্ম নিয়ে ভারতে গিয়েছিলেন কিন্তু সোভিয়ত ইউনিয়নে ফেরার বদলে তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় লাভের প্রার্থনা জানান।
তিনি সোভিয়ত ইউনিয়ন ত্যাগের কারণ হিসেবে তার স্বামীর প্রতি তৎকালীন সোভিয়েত সরকারের অবহেলামূলক আচরণকে দায়ী করেছিলেন।
পরবর্তীতে তিনি তার সোভিয়েত পাসপোর্ট পুড়িয়ে ফেলেন এবং কমিউনিজম এমনকি তার পিতারও খোলাখুলি সমালোচনা করেন।
লানা পিটার ১৯৪৯ সালে মস্কো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করে শিক্ষক এবং অনুবাদক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
তিনি তার জীবনে মোট চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর মধ্যে রাশিয়ায় থাকতেই তিনটি বিয়ে সংঘটিত হয়।
তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর উইলিয়াম পিটার নামের একজন স্থপতিকে বিয়ে করেন । মূলত এই বিয়ের পর তিনি তার নাম পরিবর্তন করে লানা পিটার নামটি গ্রহণ করেন।
তিনি ১৯৮০ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য সোভিয়েত ইউনিয়নে ফেরত আসেন । এ সময় তিনি আর যুক্তরাষ্ট্রে ফেরত যাবেন না বলে ঘোষনা দিলেও পরবর্তীতে নিকটাত্মীয়দের সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি আবারো সোভিয়েত ইউনিয়ন ত্যাগ করে যুক্তরাষ্ট্রে ফেরত আসেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১