বৈরুত: দক্ষিণ লেবাননি শহর আইতা শাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকা লক্ষ্য করে চালানো কাতিউশা রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েল।
লেবাননের স্থানীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, মঙ্গলবার সকালের দিকে চালানো হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এর ফলে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
ইসরায়েলি এলাকায় চালানো রকেট হামলায় ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি । লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানোর দায়দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি।
ইসরায়েলের অভ্যন্তরে লেবাননের আরমেশ নামক স্থান থেকে কাতিউশা রকেটগুলো ছোড়া হয় বলে সংবাদ মাধ্যমকে জানায় লেবাননের একজন সামরিক মূখপাত্র। তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানায়।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের ভূমি লক্ষ করে লেবানন থেকে কমপক্ষে দুটি রকেট হামলা চালানো হয়। তবে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ মনে করে মঙ্গলবারের এই ঘটনা তাদের দেশের সঙ্গে লেবাননের কোন বড় ধরনের সংঘর্ষের সূচনা করবে না।
এই ক্ষেপণাস্ত্র হামলাকে মারাত্মক ঘটনা বলে অভিহিত করে তারা এক বিবৃতিতে বলে লেবাননের মাটি থেকে চালানো এই ধরনের হামলা প্রতিরোধ করার দায়দায়িত্ব লেবানন সরকার এবং তাদের সেনাবাহিনীকেই নিতে হবে ।
২০০৬ সালে সংঘটিত ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের পর ইসরায়েলি ভূখণ্ডে এটা নিয়ে অষ্টম বারের মতো রকেট হামলার ঘটনা ঘটল বলে দাবি করেছে তারা।
দক্ষিণ লেবানন নিয়ন্ত্রনকারী হিজবুল্লাহ গেরিলারা এই হামলার দায় দায়িত্ব স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৯,২০১১