ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আব্দেলিলাহ বেনকিরেনকে মরক্কোর প্রধানমন্ত্রী ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, নভেম্বর ২৯, ২০১১
আব্দেলিলাহ বেনকিরেনকে মরক্কোর প্রধানমন্ত্রী ঘোষণা

রাবাত: মরক্কোর প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন আব্দেলিলাহ বেনকিরেনকে। তিনি মরক্কোর সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী মধ্যপন্থি ইসলামি রাজনৈতিক দল ‘পার্টি অফ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট’ (পিজেডি)’র নেতা।

মঙ্গলবার দেশটির বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ এই ঘোষণা দেন।

এর আগে বাদশাহর সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানিয়ে সাধারণ  নির্বাচনে বিজয়ী দলের প্রধানের প্রতি রাজকীয় সমন জারি করা হয়।

কর্তৃপক্ষ ঘোষণা করে ‘বাদশাহ আজ পিজেডির সাধারণ সম্পাদক আব্দেলিলাহ বেনকিরেনকে মরক্কোর প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। ’

এই ঘোষণার ফলে বিভিন্ন দলের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে  তিনি এখন একটি মন্ত্রিপরিষদ গঠন করতে পারবেন।

গত সপ্তাহের শেষে নতুন সংবিধানের অধীনে মরক্কোর প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সাধারণ নির্বাচনে পিজেডি বিশাল বিজয় লাভ করে।

সরকারিভাবে গত রোববার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। এতে সংসদের ৩৯৫ টি আসনের মধ্যে পিজেডি ১০৭টি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

এই বিজয়কে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করে পিজেডির সাধারণ সম্পাদক  আব্দেলিলাহ বেনকিরেন গত রোববার রাতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বলেন, ‘মরক্কোর জনগণের মনে নতুন আশার সঞ্চার করতে  আমি একটি শক্তিশালী সরকার গঠনের জন্য অঙ্গীকারাবদ্ধ। ’

মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হওয়া সাম্প্রতিক ‘আরব বসন্ত’র প্রেক্ষাপটে এই বছরের প্রথমার্ধে মরক্কোর শাসক বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ রাজনৈতিক সংস্কারের জন্য নতুন আইন লিপিবদ্ধ করে একটি সংবিধান প্রণয়ন করেন। এ সংবিধান অনুসারে দেশের প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করবেন সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভকারী দলের নেতা।

মরক্কোর নির্বাচনে বিজয়ী দল পিজেডি ১৯৬৭ সালে প্রতিষ্ঠা লাভ করে। মরক্কোর বর্তমান বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের পিতার সাবেক ব্যক্তিগত চিকিৎসক ডা. আব্দেল কারিম আল খাতেব এ দলটির প্রতিষ্ঠাতা।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘন্টা, নভেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।