তেহরান: যুক্তরাজ্য বিরোধী বিক্ষোভে তেহরানস্থ ব্রিটিশ দূতাবাসে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে বিক্ষুব্ধ জনতা যুক্তরাজ্যের পতাকাতে আগুন জ্বালিয়ে দিয়ে ওই স্থানে ইরানের পতাকা টানিয়ে দেয়।
বিক্ষোভকারীরা এসময় বেশ কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করে দূতাবাস অভ্যন্তরে। তবে মঙ্গলবারের এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘটনার প্রেক্ষিতে জানানো হয়, ‘এই আক্রমনের ফলে এটা স্পষ্ট যে ইরান আন্তর্জাতিক সম্পর্কে ফাটল ধরাতে চায়। এই ঘটনা আন্তর্জাতিক রীতি বহির্ভুত এবং অসন্মানজনক। ’
পরমাণু প্রকল্পের কারণে ইরানের ওপর অবরোধ আরোপ করার সিদ্ধান্তের পরপরই এই হামলা চালানো হয় দূতাবাসে।
ইরানের মেহের বার্তা সংস্থা জানায়, ‘বিক্ষোভরত ছাত্ররা দূতাবাসের কাগজ-পত্রাদিতে আগুন লাগিয়ে দেয়। এসময় দূতাবাসের লোকজন পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১