ওয়াশিংটন: মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য দায়ি চিকিৎসক কনরাড মুরেকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারক প্যাস্টর চিকিৎসক কনরাডের কারাদণ্ডের রায় দেন এবং একই সঙ্গে তার চিকিৎসা সনদ বাতিল করা হয়।
মৃত্যুকালে পপসম্রাট নামে খ্যাত মাইকেলের বয়স হয়েছিল ৫১ বছর। মাইকেলের মৃত্যুর দুই মাস আগে থেকেই তাকে কনরাড প্রতিদিন চেতনানাশক ঔষধ প্রপোফল দিতেন। আর এই ঔষধের কারণেই মাইকেলের মৃত্যু হয়েছে বলে জানায় বিচারিক জুরি বোর্ড।
তবে মাইকেল জ্যাকসন মারা যাওয়ার পর যে ময়নাতদন্ত হয় তাতে তার মৃত্যুর কারণ হিসেবে বিষকে দায়ি করা হয়েছিল। প্রাথমিক ভাবে সেসময় কনরাড মুরেকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি বারংবার এড়িয়ে গিয়েছিলেন প্রপোফলের কথা। কিন্তু পরবর্তীতে পরীক্ষায় দেখা যায় প্রপোফলের কারণে সৃষ্ট বিষক্রিয়ায় মারা যান মাইকেল।
কিন্তু কনরাডের আইনজীবীদের দাবি, জ্যাকসনের চাপেই কনরাড ওই ঔষধ দিতে বাধ্য হয়েছিলেন। তবে সরকার পক্ষের আইনজীবীরা পাল্টা যু্ক্তিতে বলেন, যে মাত্রার প্রপোফল সেবন করানো হয়েছিল মাইকেলকে, তাতে করে নিজে থেকে কোনো কিছু সেবন করার শক্তি মাইকেলের থাকার কথা নয়।
২০০৯ সালের ২৫ জুন সর্বকালের সেরা এই পপসম্রাট মারা যান। মৃত্যুর আগে বেশকিছু বিতর্কে জড়িয়ে পড়লেও তার প্রতি ভক্তদের অণুরক্ততা একটুও কমেনি। তবে আর্থনৈতিক সংকট অনেক দিন ধরেই ভোগাচ্ছিল জ্যাকসনকে। আর তাই শরীর খারাপ নিয়েও লন্ডন কনসার্টের জন্য দ্রুত সেরে উঠতে চেয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১