নয়াদিল্লি: লোকসভা বিল নিয়ে সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করলেন ভারতের গান্ধীবাদী নেতা আন্না হাজারে। একই সঙ্গে আগামী ডিসেম্বরের ২৭ তারিখ থেকে দুর্নীতির বিরুদ্ধে গণ আন্দোলন শুরু করারও ঘোষণা দিয়েছেন তিনি।
সংসদীয় কমিটির করা লোকবাল বিল খসড়া প্রত্যাখ্যান করে দিয়েই তিনি এই ঘোষণা দিলেন। দুর্নীতি রোধে আন্না হাজারে মূল যে সকল প্রয়োজনীয় বিষয়গুলো প্রস্তাব করেছিলেন তার অধিকাংশই ওই খসড়া বিলে নেই বলেও তিনি জানান।
আন্না হাজারের ঘনিষ্ঠ সহচর অরবিন্দ কেজরওয়াল বলেন, ‘উদাহরনস্বরূপ, খসড়া মতে লোকপাল বিল সরকারী চাকরিজীবীদের বিরুদ্ধে তদন্ত করার সংস্থা মাত্র। সি এবং ডি গ্রেডের আমলারা এই বিলের আওতায় পরবে না। আর এর মানে হলো মানুষ ওই লূটেরাদের হাত থেকে বাঁচতে পারলো না। কারণ ত্রিশ হাজার কোটি টাকার লুটপাটতো তারাই করেছে। ’
তিনি আরও জানান, ‘লোকপাল বিলের খসড়া তৈরিতে গঠিত কমিটির সদস্য সংখ্যা ৩১ জন। লোকপাল এবং সিবিআই’কে স্বতন্ত্র সংস্থা হিসেবে অনুমোদন দিতে কমিটির সদস্যরা আগ্রহী। এনজিওগুলো বিভিন্ন সেবার নাম করে যে বৈদেশিক অর্থ গ্রহন করে তার সঠিক হিসাবও লোকপাল বিলের আওতায় হতে হবে। ’
খসড়াটিতে প্রধানমন্ত্রী দুর্নীতি তদন্তের আওতায় আছে কি নেই তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা নেই। তবে সরকার চাইছে ক্ষমতায় থাকাকালীন সময়ে যেন সরকার প্রধানের বিরুদ্ধে কোনো তদন্ত না হয় বলেও জানান কেজরওয়াল।
কেজরওয়াল আরও বলেন, ‘পরিপূর্ণভাবে যদি লোকপাল বিল তৈরি করা না হয় তাহলে এটা শুধুমাত্র একটা খালি টিনই হবে। অন্য কিছু হবে না। ’
বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১