বার্লিন: ট্রাফিক আইন ভঙ্গ করায় রোমান ক্যাথলিক চার্চের শীর্ষ নেতা পোপ বেনেডিক্টের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত সেপ্টেম্বরে জার্মানির ফ্রেইবার্গ শহর সফরের সময় গাড়ির সিটবেল্ট না বাঁধায় এক জার্মান তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
কিন্তু পোপের মতো শীর্ষ ধর্মীয় নেতার বিরুদ্ধে এমন মামলা নিয়ে বিপাকে পড়েছে প্রশাসন। তবে জার্মানির আইনজীবীরা নাছরবান্দা। তারা বলছেন, তার পবিত্রতা এই আইন ভঙ্গের অপরাধ থেকে তাকে অব্যাহতি দিতে পারবে না।
নাম গোপন করে ওই মামলাকারীর আইনজীবী জোহানেস সুন্ডারমান জানিয়েছেন, ভিডিওতে দেখা যাচ্ছে, ওই শহর সফরের সময় পোপ ষোড়শ বেনেডিক্ট এক ঘণ্টারও বেশি সময় সিটবেল্ট না বাঁধা অবস্থায় ছিলেন।
আদালতে দোষী সাব্যস্ত হলে পোপের বিরুদ্ধে ৩০ পাউন্ট জরিমানা করা হতে পারে।
অবশ্য অপর এক আইনজীবী বলেছেন, পোপ যেহেতু ভ্যাটিকানের প্রধান। সুতরাং এ ব্যাপারে তার কূটনৈতিক সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি।
নিজ দেশ সফরে এসে এই প্রথম ঝামেলায় পড়লেন পোপ।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১