ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের ইম্ফলে বোমা বিস্ফোরণ, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, নভেম্বর ৩০, ২০১১
ভারতের ইম্ফলে বোমা বিস্ফোরণ, আহত ৩

ইম্ফল: ভারতের মনিপুর রাজ্যের ইম্ফলের একটি জববহুল বাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।



আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটালের আঞ্চলিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শহরে সদ্যনির্মিত একটি সম্মেলন কেন্দ্র থেকে মাত্র ৫০ মিটার দূরে বুধবার সকালে এ বোমা বিস্ফোরণ ঘটে। সম্মেলন কেন্দ্রটি আগামী ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উদ্বোধন করার কথা রয়েছে। বিস্ফোরণস্থলটি ইম্ফল অল-ইন্ডিয়া রেডিও সেন্টার থেকে মাত্র ৫০ ফুট দূরে।

স্থানীয় একটি প্রদর্শনী কেন্দ্রের নিকটে রিকশাপার্ক করার জায়গায় বোমাটি পেতে রাখা হয়েছিল বলে কর্মকর্তারা ধারণা করছেন।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কোরা নামে একজন রিকশাচালককে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, সন্দেহভাজন কেসিপি (মাওবাদী কাংলেইপাক কমিউনিস্ট পার্টি) জঙ্গিরা ওই রিকশাচালককে এই কাজের জন্য ২০ রুপি দিয়েছিল।

বোমার বিস্ফোরণ ঘটে হাপ্তা কাংজেইবাংয়ে সাংগাই উৎসব উদযাপন এলাকায় সকাল ১১টার দিকে। এই উৎসবে থাইল্যান্ড, মালয়েশিয়াসহ দিক্ষণ এশিয়ার অনেক দেশের পর্যটকরা যোগ দিয়েছেন।

একটি সূত্র জানিয়েছে, কেসিপির একটি অংশ জাতীয় মহাসড়কে বাণিজ্যিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রতিবাদে মনিপুরে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে। আগামী বৃহস্পতিবার সকাল ৬টায় তাদের হরতাল শেষ হবে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।