ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানে ব্রিটিশ দূতাবাসের ৬ কর্মকর্তা জিম্মি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, নভেম্বর ৩০, ২০১১
ইরানে ব্রিটিশ দূতাবাসের ৬ কর্মকর্তা জিম্মি

তেহরান: ইরানে ব্রিটিশ দূতাবাসে হামলাকারীরা দূতাবাসের ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করেছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে গত মঙ্গলবার তেহরানে ব্রিটিশ দূতাবাসে হামলা করে একদল বিক্ষাভকারী।

এ সময় তারা দূতাবাসে ভাঙচুড় চালায় এবং ব্রিটেনের পতাকা নামিয়ে সেখানে ইরানের পাতাকা টানিয়ে দেয়।

ইরানে রাষ্ট্রীয় টেলিভিশনে এই হামলার ভিডিও সরাসরি সম্প্রচার করা হয়। তাতে দেখা যায়, অর্ধশতাধিক হামলাকারী দূতাবাসের জানালা লক্ষ্য করে ঢিল ও পাথর ছুড়ে কাচ ভেঙে ফেলছে। তাদের মধ্যে একজনকে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের একটি পোর্ট্রেট ছবি খুলে নিয়ে দেয়াল বেয়ে নামতে দেখা গেছে।

দূতাবাসে হামলাকারীদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

উল্লেখ, ইরনের পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ কর্মসূচি বিতর্কের জেরে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ব্রিটেন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে। এরই প্রতিবাদে এই বিক্ষোভ করছে ইরানে জনগণ।

এর আগে ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাসের ব্যাপারে আনা একটি খসড়া বিল অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।