ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউএনডিপির ওয়েবসাইটে হ্যাকারদের হানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, নভেম্বর ৩০, ২০১১
ইউএনডিপির ওয়েবসাইটে হ্যাকারদের হানা

ঢাকা: হ্যাকারদের একটি গ্রুপ সম্প্রতি শতাধিক মেইল অ্যাড্রেস এবং লগইন নাম তাদের একটি ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই নাম-ঠিকানাগুলো তারা জাতিসংঘের একটি ওয়েবসাইট থেকে চুরি করেছে বলে তাদের দাবি।



টিম পয়জন নামে একটি গ্রুপের লোগো সম্বলিত ওয়েবসাইট ‘পেস্টবিন’ এ এর বিস্তারিত প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে জাতিসংঘের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা হয়েছে এবং একে একটি প্রতারক প্রতিষ্ঠান বলে বর্ণনা করা হয়েছে।

এই ইমেইল অ্যড্রেসগুলোর বেশিরভাগই জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সদস্যদের বলে জানা গেছে।

এ ব্যাপারে ইউএনডিপির একজন মুখপাত্র সুসান ঘোসেহ বলেছেন, সংস্থার একটি পুরাতন সার্ভার যেখানে পুরাতন তথ্যাদি রাখা হয়েছে সেটি হ্যাকারদের কবলে পড়েছে।

ওই সার্ভারটি সনাক্ত করা গেছে এবং তার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিনি। ওই সার্ভারটিতে ২০০৭ সালের তথ্য রয়েছে যেগুলোর একটি পাসওয়ার্ডও এখন কার্যকর নেই। ইউএনডিপি ডট ওআরজি সাইটটি হ্যাকারদের কবলে পড়েনি বলে দাবি করেন তিনি।

তবে হ্যাকড হওয়া অনেকগুলো ইমেইল অ্যাড্রেসের শেষে undp.org রয়েছে। অন্যগুলো অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি), ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (ডব্লিউএইচও) এবং ব্রিটেনের ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) এর সদস্যদের ইমেইল ঠিকানা।

এর মধ্যে অনেকগুলোর পাসওয়ার্ড নেই বলে উল্লেখ করেছে এর প্রকাশকরা।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।