ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার ওপর তুরস্কের অবরোধ আরোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, নভেম্বর ৩০, ২০১১

আঙ্কারা: সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার দমন-পীড়ন বন্ধ না করায় সিরিয়ার ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভাতেগলু একটি সংবাদ সম্মেলনে বুধবার এই ঘোষণা দেন।



অবরোধের অংশ হিসেবে তুরস্ক  সিরিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করবে এবং তুরস্কে অবস্থিত সিরিয়ার সরকারের সম্পদ জব্দ করবে।

আহমেত দাভাতেগলু সংবাদ সম্মেলনে বলেন, তুরস্ক এই পদক্ষেপের অংশ হিসেবে সিরিয়ায় সব ধরনের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করবে। সিরিয়ার গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধ করার জন্য আসাদ সরকারকে চাপ দিতেই এই অবরোধ আরোপ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এক সময় তুরস্কের সঙ্গে সিরিয়ার ঘনিষ্ঠ বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক ছিল।

গত শনিবার আরব লিগ সিরিয়ার ওপর অবরোধ আরোপের পর সিরিয়া এ পদক্ষেপ গ্রহণ করল।

সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘সিরিয়াকে দেওয়া শেষ সুযোগ নষ্ট করেছে আসাদ সরকার। সিরিয়াকে অবশ্যই জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীর ব্যবহার বন্ধ এবং রাজপথ থেকে  সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। ’

একটি নতুন সরকার না আসা পর্যন্ত সিরিয়ার সঙ্গে তুরস্ক সব সহযোগিতামূলক সর্ম্পক স্থগিত রাখবে উল্লেখ
করে তিনি মন্তব্য করেন, বাশার আল আসাদের সরকার রাস্তার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে।

গত মার্চে বিক্ষোভের শুরু থেকেই সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর আসাদ সরকারের দমনমূলক আচরণের সমালোচনা করে আসছে তুরস্ক। তুরস্কের ওপর ক্ষুব্ধ  সিরিয়ার সরকার সমর্থকরা সিরিয়ার বেশ কিছু শহরে তুর্কি কূটনৈতিক মিশনের ওপর হামলা করলে সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে।

এর ফলশ্রুতিতেই সিরিয়ার বিরুদ্ধে তুরস্ক  এই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।