দিল্লী: গ্রাহকদের দুর্ভোগের কথা বিবেচনা করে ভারতের তেল কোম্পানিগুলো বুধবার রাতে পেট্রোলের দাম আরেক দফা কমিয়েছে। কোম্পানিগুলো পেট্রোলের মূল্য প্রতি লিটারে কর বাদে দশমিক ৬৫ রুপি কমিয়েছে।
ফলে ভোক্তা পর্যায়ে করসহ প্রতি লিটার পেট্রোলের দাম কমল দশমিক ৭৮ রুপি। এ সিদ্ধান্ত ভারতীয় সময় বুধবার মধ্যরাত থেকে কার্যকর হবে বলে জানা গেছে।
চলতি মাসে ভারতে এ নিয়ে এটা দ্বিতীয় বারের মতো পেট্রোলের মূল্য হ্রাসের ঘটনা। গত ১৬ নভেম্বর পেট্রোলের মূল্য প্রতি লিটারে ২ দশমিক ২২ রুপি কমানো হয়েছিল। বর্তমানে দিল্লিতে এক লিটার পেট্রোলের মূল্য ৬৬ দশমিক ৪২ রুপি।
পেট্রোলের এই মূল্য হ্রাস আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ওঠা নামার সঙ্গে সম্পর্কযুক্ত। চলতি নভেম্বর মাসের শেষ অর্ধাংশে আন্তর্জাতিক বাজারে পেট্রোলের প্রতি ব্যারেলের দাম ছিল ১০৭ ডলার | কিন্তু এ মাসের প্রথম অর্ধাংশে পেট্রোলের দাম ছিল প্রতি ব্যারেল ১১৫ দশমিক ৮৫ ডলার।
ভারতের তেল কোম্পানিগুলো প্রতি মাসে ১৫ দিন পর পর আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্বমন্বয় করে তেলের স্থানীয় বাজার মূল্য নির্ধারণ করে।
গত জুন মাস থেকে ভারতের কেন্দ্রীয় সরকার তেলের মূল্য নির্ধারণের ওপর তাদের নিয়ন্ত্রন উঠিয়ে নেয়।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১