ইসলামাবাদ: পাকিস্তানের কেবল টেলিভিশন সম্প্রচারকরা বিবিসির আন্তর্জাতিক সংবাদ প্রচারকারী চ্যানেল ‘বিবিসি ওয়ার্ল্ড নিউজ’এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
কেবল অপারেটররা জানায়, চ্যানেলটিতে পাকিস্তানবিরোধী প্রচারণা স্বংবলিত ‘সিক্রেট পাকিস্তান’ নামের একটি প্রামাণ্যচিত্র প্রচার করার প্রতিক্রিয়া হিসেবে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন।
এছাড়া অন্যান্য বিদেশি টিভি চ্যানেলকে পাকিস্তান বিরোধী কোন কিছু সম্প্রচার করা হলে সেই সব চ্যানেলের সম্প্রচারও বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন অপারেটররা।
এদিকে বিবিসি কর্তৃপক্ষ পাকিস্তানের কেবল অপারেটরদের এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে পুনরায় তাদের সম্প্রচার বহাল রাখার আহবান জানিয়েছে।
বিবিসির একজন মূখপাত্র বলেন,‘ আমরা আমাদের সংবাদ পরিবেশনের স্বাধীনতার ওপর যে কোন হুমকির এবং আমাদের পরিবেশিত নিরপেক্ষ আর্ন্তজাতিক সংবাদ দর্শকদের উপভোগ করতে বাধা দেওয়ার নিন্দা জানাই। ’
তিনি আরও বলেন,‘ আমরা তাদেরকে অনুরোধ করব বিবিসি ওয়ার্ল্ড নিউজ-এর সম্প্রচার যত দ্রুত সম্ভব আবারো চালু করার ব্যবস্থা করার জন্য। ’
দুই পর্বে প্রচারিত ওই বিতর্কিত প্রামাণ্য চিত্রে পাকিস্তানের অভ্যন্তরে তালেবান সমস্যা মোকাবিলায় দেশটির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এতে বলা হয় পাকিস্তানে কেউ কেউ দ্বিমুখী খেলা খেলছে। একদিকে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে সবার সামনে প্রচার অন্যদিকে আফগানিস্তানের তালেবানদের প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করে সহায়তা করা হচ্ছে।
গত মঙ্গলবার ‘অল পাকিস্তান কেবল অপারেটর অ্যাসোসিয়েশন’ পাকিস্তান বিরোধী প্রচার চালানো টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বুধবার থেকে বন্ধ করা হবে বলে ঘোষণা দেয়।
একইভাবে সংগঠনটি পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি কর্তৃপক্ষের(পিইএমআরএ)কাছে পাকিস্তানবিরোধী চ্যানেলের অনুমোদন বন্ধের আহবান জানান।
সংগঠনটির মূখপাত্র খালিদ আরাইন বলেন,‘ পাকিস্তান বিরোধী প্রচারণা চালানো কোন বিদেশী চ্যানেলকে পাকিস্তানে আর সম্প্রচার চালাতে দেওয়া হবেনা। ’
তবে সেখানকার বিবিসির প্রতিনিধি জানান, বিবিসির সম্প্রচার বন্ধ করার জন্য পাকিস্তানের সরকার কেবল অপারেটর অ্যাসোসিয়েশন এর ওপর চাপ প্রদান করেছে বলে তারা ধারণা করছে।
বাংলাদেশ সময়: ২১৩৮ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১