ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিজের চোখে মিয়ানমারের পরিবর্তন দেখতে চান হিলারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, ডিসেম্বর ১, ২০১১
নিজের চোখে মিয়ানমারের পরিবর্তন দেখতে চান হিলারি

ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৃহস্পতিবার সকালে সাক্ষাৎ করেছেন। হিলারির ঐতিহাসিক সফরের এটি দ্বিতীয় দিন।



সাক্ষাতে হিলারি বলেন, তিনি মিয়ানমার সরকারের পরিবর্তনের অঙ্গীকার নিজের চোখে দেখতে চান।

গত বুধবার তিন দিনের সফরে হিলারি ক্লিনটন মিয়ানমার পৌঁছেছেন। ৫০ বছরের মধ্যে এটিই কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

১৯৬২ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর গত বছর নভেম্বরে জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসে বেসামরিক সরকার।

নীল-সাদা রঙের বিমানে বুধবার রাজধানী নাইপিদাউয়ের বিমানবন্দরে পৌঁছান হিলারি।

যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সংস্কারের জন্য তাগাদা দেওয়ার পাশাপাশি মিয়ানমার সরকারকে উত্তর কোরিয়ার সঙ্গে গোপন সামরিক চুক্তি বাতিল করার আহ্বান জানানোও হিলারির এ সফরের উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।