বাগদাদ: ইরাকের শহর খালিশে এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত দশজন নিহত হয়েছে। এছাড়া বৃহস্পতিবারের এ হামলায় আরও ২৫জন আহত হয়েছেন বলে জানায় খালিশ শহরের হাসপাতাল কর্তৃপক্ষ।
বাগদাদ থেকে আশি কিলোমিটার উত্তরের এই শহরে ঘটনা পরবর্তীতে সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষ কার্ফিউ ঘোষণা করে।
খালিশ পুলিশ মেজর আলি আল তেমিমি জানান, ‘প্রতক্ষ্যদর্শীদের মতে বাজারের কাছেই একটি গাড়ি পার্ক করা ছিল। ওই গাড়িটিই বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই দশ জন নিহত হয়। ’
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরাক থেকে যুক্তরাষ্ট্রের তের হাজার সৈন্য সড়িয়ে নেওয়া হবে। সাদ্দাম হোসেনের পতনের নয় বছর পর শেষমেষ ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করা হলো।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১১