ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অগ্নি-১ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, ডিসেম্বর ১, ২০১১
অগ্নি-১ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো ভারত

বালাসুর: পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী উড়িষ্যা উপকূলে এই পরীক্ষা চালায়।



এই ক্ষেপণাস্ত্র সাতশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে পারবে বলে জানায় ভারতীয় প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ‌‌‌‌‘ অগ্নি-১ হলো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় বেলা ৯টা ২৫ মিনিটে পরীক্ষামূলক উৎক্ষেপণ কেন্দ্র প্যাড-৪ থেকে উৎক্ষেপণ করা হয়। ’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ‌‘ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই আঘাত হেনেছে এটি। অগ্নি এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে পারে। ’
 
ক্ষেপণাস্ত্রটির ওজন ১২ টন এবং এটি ১৫ মিটার লম্বা। সর্বোচ্চ এক হাজার কিলোগ্রাম ওজন বহন করতে পারবে এটি।
এর আগে ২০১০ সালের ২৫ নভেম্বর সফল ভাবে অগ্নি-১ এর উৎক্ষেপণ হয়েছিল একই স্থান থেকে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।