ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশর নির্বাচন: বেসরকারি ফলাফলে ব্রাদারহুড বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, ডিসেম্বর ১, ২০১১
মিশর নির্বাচন: বেসরকারি ফলাফলে ব্রাদারহুড বিজয়ী

কায়রো: মিশরের সাধারণ নির্বাচনের বেসরকারি ফলাফলে ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড ৪০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

সরকারিভাবে ফলাফল ঘোষণা করতে এখনও দেরি আছে।

তবে বিভিন্ন ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, মিশরের ইসলামপন্থী দলগুলো বিশেষ করে মুসলিম ব্রাদারহুড বেশিরভাগ আসনে বিজয়ী হয়েছে।

মিশরে হোসনি মোবারক সরকারের পতনের পর বহু প্রতীক্ষিত সংসদ নির্বাচন শুরু হয়েছে। দেশটির সংসদের নিম্নকক্ষের প্রথম দফা ভোট গ্রহণ হয়েছে গত সোমবার। এদিন দেশের ২৭টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ৯টিতে ভোট গ্রহণ হয়েছে।

নির্বাচন কমিশন বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এর আগেই বেশিরভাগ কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়ে গেছে।

মুসলিম ব্রাদারহুডের একটি রাজনৈতিক অংশ ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির (এফজেপি) একটি সূত্র জানিয়েছে, ভোটারদের মধ্যে এক জরিপে তারা দেখেছেন, ৪০ শতাংশ ভোট পেয়ে তারা বিজয়ী হয়েছেন।

বিশ্লেষকরা এর আগে বলেছিলেন, এফজেপির অবস্থান সবচে ভাল। মিশরের মধ্যে সবচে সংগঠিত রাজনৈতিক দল এটি।

সংসদের নিম্নকক্ষের নির্বাচনে আগামী পাঁচ সপ্তাহের মধ্যে আরও দুই দফা ভোট গ্রহণ করা হবে। পরবর্তী দুই দফা ভোট গ্রহণ যথাক্রমে ১৪ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।