কায়রো: মিশরের সাধারণ নির্বাচনের বেসরকারি ফলাফলে ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড ৪০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
সরকারিভাবে ফলাফল ঘোষণা করতে এখনও দেরি আছে।
মিশরে হোসনি মোবারক সরকারের পতনের পর বহু প্রতীক্ষিত সংসদ নির্বাচন শুরু হয়েছে। দেশটির সংসদের নিম্নকক্ষের প্রথম দফা ভোট গ্রহণ হয়েছে গত সোমবার। এদিন দেশের ২৭টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ৯টিতে ভোট গ্রহণ হয়েছে।
নির্বাচন কমিশন বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এর আগেই বেশিরভাগ কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়ে গেছে।
মুসলিম ব্রাদারহুডের একটি রাজনৈতিক অংশ ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির (এফজেপি) একটি সূত্র জানিয়েছে, ভোটারদের মধ্যে এক জরিপে তারা দেখেছেন, ৪০ শতাংশ ভোট পেয়ে তারা বিজয়ী হয়েছেন।
বিশ্লেষকরা এর আগে বলেছিলেন, এফজেপির অবস্থান সবচে ভাল। মিশরের মধ্যে সবচে সংগঠিত রাজনৈতিক দল এটি।
সংসদের নিম্নকক্ষের নির্বাচনে আগামী পাঁচ সপ্তাহের মধ্যে আরও দুই দফা ভোট গ্রহণ করা হবে। পরবর্তী দুই দফা ভোট গ্রহণ যথাক্রমে ১৪ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১১