শুক্রবার (২৪ মে) আলাদা দু’টি অভিযানে এদের উদ্ধার করা হয়।
লিবিয়ার কোস্টগার্ড প্রথমে জানায়, বৃহস্পতিবার একটি রাবারের নৌকা ডুবন্ত অবস্থায় দেখতে পাওয়া গেছে।
উদ্ধার করতে এসে কোস্টগার্ড সদস্যরা আরো দু’টি রাবারের নৌকা দেখতে পান, যাতে ২০৩ জন অভিবাসী ছিলেন- আলাদা একটি বিবৃতি বিষয়টি জানানো হয়।
নৌকা তিনটিতে মূলত আরব ও আফ্রিকান অভিবাসী বেশি ছিল। আর বাংলাদেশি ছিল ১৪ জন। তাদের উদ্ধার করে লিবিয়ান পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
জার্মানির একটি দাতব্য সংস্থা বৃহস্পতিবার (২৩ মে) লিবিয়ার নৌবাহিনীকে তিনটি নৌকা সাগরে অকেজো হওয়ার খবর জানায়। পরের দিন অভিযান চালানো হয়।
২০১১ সালের পর থেকে আফ্রিকান অভিবাসীদের ইউরোপে ঢোকার প্রধান রুট হয়ে ওঠে লিবিয়ার উপকূলীয় অঞ্চল।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এএ