কাবুল: আফগানিস্তানে সাত জন পাকিস্তানি নাগরিক অপহরণের স্বীকার হয়েছেন। রাজধানী কাবুলের নিকটে তালেবান অধ্যুষিত একটি এলাকা থেকে তারা অপহৃত হয়েছেন বলে বৃহস্পতিবার আফগান পুলিশ জানিয়েছে।
অপহৃতদের মধ্যে নির্মাণ শ্রমিক এবং প্রকৌশলী রয়েছেন। তারা লোগার প্রদেশে একটি হাসপাতাল নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। গত বুধবার কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় তাদের অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যাওয়া হয়।
লোগার পুলিশ প্রধান গুলাম সাকি রোঘলিওয়ান সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন।
আফগান পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে বলে তিনি সংবাদমাধ্যমকে জানান ।
এই অপহরণের ঘটনার দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, মুক্তিপণ আদায়ের জন্য কোনও অপরাধী চক্র এই কাজ করতে পারে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১১