ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩ হাজারের বেশি মানুষকে নাগরিকত্ব দিচ্ছে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ২৮, ২০১৯
৩ হাজারের বেশি মানুষকে নাগরিকত্ব দিচ্ছে আরব আমিরাত প্রতীকী ছবি

ঢাকা: তিন হাজারেরও বেশি মানুষকে নাগরিকত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ইতোমধ্যে এ সংক্রান্ত সব প্রক্রিয়াও সেরে ফেলেছে কর্তৃপক্ষ।

দেশটির পরিচয় ও নাগরিকত্ব বিষয়ক ফেডারেল অথোরিটি এক বিবৃতিতে জানিয়েছে, আমিরাতি নারীদের ৩ হাজার ৩৫৪ জন সন্তানকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশনায় ও  উপ-প্রধানমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের তত্ত্বাবধানে নাগরিকত্ব প্রদান সম্পর্কিত প্রক্রিয়া শেষ হয়েছে।

রাষ্ট্রের উন্নয়নে যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণ ও তাদের নাগরিকত্ব নিশ্চিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মে ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।