না, কোনো ভূত-প্রেত নয়। ওই ড্রাইভারকে বাঁচিয়ে দিয়েছে আসলে একটি সাদা ঘুঘু পাখি।
সম্প্রতি জার্মানির ভিয়েরসেন শহরের কাছে ঘটেছে এ ঘটনা।
শহরের এক পুলিশ কর্মকর্তা বলেন, ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিসীমার সড়কে ওই ড্রাইভার ৫৪ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণে তার তার ১০৫ ইউরো জরিমানা হওয়ার কথা। তবে, এবারের মতো বেঁচে গেছেন তিনি। ট্রাফিক ক্যামেরায় গাড়ির ছবি ধরা পড়লেও, ড্রাইভারের মুখ দেখা যায়নি।
‘কারণ দুই ডানা দিয়ে তাকে ঢেকে রেখেছিল এক ‘পবিত্র আত্মা’। ঘটনাটি কাকতালীয় হলেও, এটাকে প্রতীকী মনে করে ড্রাইভারকে এবারের মতো ছেড়ে দেওয়া হয়েছে। ’
তিনি বলেন, আশা করি, এ থেকে শিক্ষা নিয়ে এখন থেকে নিয়ম মেনেই গাড়ি চালাবেন তিনি (ড্রাইভার)।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ২৮, ২০১৯
একে