বুধবার (২৯ মে) দেশটির পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ প্রদেশের মালট্রাটা হিলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হতাহতদের বেশিরভাগ বাসযাত্রী।
কর্মকর্তারা জানান, মালট্রাটা এলাকার পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি আরেকটিকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
ফরেনসিক কর্মীরা জানান, বাস থেকে ১৭ জন ও ট্রাক থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।
২০০৬ সালে একই এলাকায় একটি বাস গিরিখাতে পড়ে গেলে অন্তত ৫০ জন খ্রিস্টান ধর্মযাজক নিহত হন। এ দুর্ঘটনাটিও পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
একে