শুক্রবার (৩১ মে) স্থানীয় সময় বিকেল ৪টার পরে ভার্জিনিয়া বিচ মিউনিসিপ্যাল সেন্টার এলাকায় এ হামলা হয়। যেখানে আরও অনেক সরকারি ভবন রয়েছে।
তারা বলছে, এক বন্দুকধারী হঠাৎ করে ভবনে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছেন। এতে ঘটনাস্থলেই নিহত হন ১২ জন। এসময় এক পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হন। এছাড়া বন্দুকধারী একজন সরকারি কর্মী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলটি লকডাউন করে রেখেছে পুলিশ। একইসঙ্গে সরকারি কর্মচারীদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে।
ভার্জিনিয়ার পুলিশ প্রধান জেমস কের্ভারা জানিয়েছেন, পুলিশের পাল্টা আক্রমণে হামলাকারী নিহত হয়েছেন। যতোটুকু জানা গেছে তিনি ওই অফিসের কর্মচারীই ছিলেন। কোনো কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন।
এদিকে, গুলিতে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, জুন ১, ২০১৯
ওএইচ/টিএ