ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ৩ সিরীয় সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুন ২, ২০১৯
ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ৩ সিরীয় সৈন্য নিহত

ঢাকা: সিরিয়ার সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এতে সিরিয়ার তিন সৈন্য নিহত এবং সাত সৈন্য আহত হয়েছেন।

সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে কথিত হামলার জবাবে রোববার (২ জুন) আইডিএফ পাল্টা এ হামলা চালায়।

আইডিএফের দাবি, আগে সিরিয়া থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে দু’টি রকেট হামলা চালানো হয়।

গোলান মালভূমি থেকে চালানো ওই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি।  

ইসরায়েল বলছে, ওই হামলার জবাব দিতেই সিরিয়ার সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সিরিয়ার মাটি থেকে ওই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই পাল্টা এ হামলার নির্দেশ দেন। ইসরায়েলের উত্তরাঞ্চল আক্রান্ত হওয়ায় তিনি বলেন, আমাদের ভূখণ্ডে কোনো ধরনের গুলি ছোড়া সহ্য করবো না এবং আমাদের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের মোক্ষম জবাব দেবো।

দামেস্কভিত্তিক সংবাদমাধ্যম বলছে, ‘শক্রপক্ষ’কে মোকাবিলায় আকাশপথে বেশ ‘সতর্ক’ রয়েছে সিরিয়া। দামেস্ক থেকে শুরু করে এর আশপাশে বড় এলাকাজুড়ে কড়া প্রহরায় নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।