কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ছবি: সংগৃহীত
ঢাকা: কানাডাসহ বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেছেন, সবাইকে ঈদ মোবারক! ঈদ হোক শান্তির বার্তা।
ফেসবুকে একটি ভিডিও বার্তায় ট্রুডো বলেন, এক মাস রোজা শেষে মুসলমানরা একটি ধর্মীয় উৎসব উদযাপন করতে যাচ্ছেন; উদযাপন করছে, তাদের সবার ঈদ কাটুক আনন্দে।
তিনি বলেন, আসসালামু আলাইকুম।
আজ কানাডাসহ বিশ্বের বেশ কতোগুলো দেশের মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। দীর্ঘ এক মাস রোজা রাখার পর তারা এ আনন্দে মেতেছেন।
ট্রুডো এও বলেন, ঈদ হলো সব জাতির মধ্যে শান্তি ও সমবেদনা জাগানোর একটি বড় সুযোগ। সারাবছরের কষ্ট-বেদনা ভুলে এ উৎসবে এসে সবাই মিলিত হন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।