বৃহস্পতিবার (০৬ জুন) স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্ট সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। একটি হালকা যানবাহনে ক্যাডেটদের ট্রেনিং-এর অংশ হিসেবে ওয়েস্ট পয়েন্টের ন্যাচারাল ব্রীজ ট্রেনিং সাইটের আশেপাশে একটি যাত্রায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিউ ইয়র্কের জরুরি ব্যবস্থাপনার এক বিবৃতিতে ডেমোক্রেটিক সরকারের অ্যান্ড্র কিউওমো বলেন, দুর্ঘটনাটিকে কেন্দ্র করে প্রয়োজনীয় সকল ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। নিউ ইয়র্কবাসীও তাদের জন্য সমবেদনা জানিয়েছে এবং মৃত একজনের জন্য গভীরভাবে ব্যথিত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপে অবস্থান করায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সমবেদনা জানিয়েছেন। তিনি টুইট করে জানিয়েছেন, ওয়েস্ট পয়েন্টের ক্যাডেটদের নিয়ে খবরটি শুনে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। আমি মৃতের রুহের মাগফেরাত কামনা করছি। আর সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুক।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৯
এমএএম/এমএমএস