শুক্রবার (০৭ জুন) এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
জানা যায়, শুক্রবার কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ হয়।
পুলিশের ধারণা, নিহত জঙ্গিরা পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহম্মদের সদস্য।
পুলিশ জানায়, ঈদের ছুটির পর বৃহস্পতিবার (৬ জুন) পুলিশের ওই দুই কর্মকর্তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও ওই দিন থেকেই তারা নিখোঁজ ছিলেন। পরে জানা যায়, তারা তাদের রাইফেলসহই জঙ্গি সংগঠনে যোগ দেয়।
এছাড়া, ২০১৮ সালের সেপ্টেম্বরে কাশ্মীরের জঙ্গিদের সহায়তা করতে পুলিশেরই আরেক বিশেষ কর্মকর্তা গুলিসহ সাতটি রাইফেল ও একটি পিস্তল চুরি করেন। বৃহস্পতিবারই ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ এনেছে ভারতীয় কর্তৃপক্ষ।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহম্মদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ৪৪ সদস্য নিহত হয়। এরপর থেকেই ভারত ও পাকিস্তান- দু’দেশের মধ্যেই চলছে উত্তেজনা। ভারতের দাবি, পাকিস্তানই এ ধরনের জঙ্গি সংগঠনগুলোকে সহায়তা দিয়ে আসছে। তবে ভারতের এ দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৯
এসএ/