এক বিবৃতিতে প্রদেশের ত্রাণ বিষয়ক কমিশনার জানিয়েছেন, সবচেয়ে বেশি ৬ জন মারা গেছেন মণিপুরী জেলায়। এছাড়া ইথ ও কাশগঞ্জে ৩ জন করে ৬ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুন) বিকেলের পর প্রদেশের বিভিন্ন এলাকায় ঝড় ও বজ্রপাত শুরু হলে তাতে এতো সংখ্যক মানুষের মৃত্যু হয়। আর সর্বোচ্চ ৪১ জন আহত হয়েছেন মণিপুরী জেলায়।
এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৯
জেডএস