শুক্রবার (০৭ জুন) এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ঘর প্রদেশের প্রাদেশিক গর্ভনরের মুখপাত্র আবদুল হাই খাতেবি জানান, শুক্রবার তালেবানরা এ হামলা চালালে দেশটির মিলিশিয়া বাহিনীর ১৪ সদস্য নিহত ও সাত সদস্য আহত হন।
তিনি আরও জানান, হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর আরও সদস্য এসে পাল্টা হানা দিলে তালেবানরা পিছু হটে। সে সময় তালেবান সদস্যরাও হতাহত হয়। তবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
আফগানিস্তানের প্রায় অর্ধেক অংশজুড়ে রাজত্ব করা তালেবান গোষ্ঠী প্রায়ই দেশটির নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। দেশটিতে প্রায় ১৮ বছর ধরে তালেবান গোষ্ঠীর সঙ্গে সরকারের চলা যুদ্ধের অবসান ঘটাতে তালেবান সদস্যদের সঙ্গে কয়েক দফার শান্তি আলোচনাও চালিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৯
এসএ/